রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘ব্যর্থতা ঢাকা দিতে মওদুদ মিথ্যাচার করছেন’

নোয়াখালী প্রতিনিধি

নিজেদের দ্বন্দ্বের কারণেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ শুক্রবার বসুরহাটে সমাবেশ করতে পারেননি। সেই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য তিনি এখন মিথ্যাচার করছেন। আওয়ামী লীগকে দুষছেন। গতকাল বিকালে কবিরহাট পৌর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, উপজেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংঘর্ষের আশঙ্কায় বসুরহাট পৌরসভা হলে সমাবেশ না করে মওদুদের বাড়িতে সভা করে। এর দায়ভার আওয়ামী লীগের নয়। আওয়ামী লীগ কখনো কোনোভাবে বিএনপি ও তাদের শরিক দলে হস্তক্ষেপ কিংবা বাধাগ্রস্ত করেনি। বরং বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ শতাধিত নেতা-কর্মীর বিরুদ্ধে ১০০টি মিথ্যা মামলা দায়ের করে এবং পাঁচ হাজার নেতা-কর্মী তাদের হামলার শিকার হন। অনুষ্ঠানে কবিরহাট আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।

মওদুদের মিথ্যাচারের প্রতিবাদে দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম ছরওয়ার, পৌরসভা যুবলীগ সভাপতি লুত্ফুর রহমান মিন্টু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর