রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে : তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির উদ্দেশে বলেছেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবারই আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা উচিত। সহায়ক সরকার চাই, ওইটা মানি না— এ ধরনের কোনো দাবিতে কাজ হবে না। বর্তমান সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ের অ্যাপারেল ক্লাবে ‘ডিজিটাল আরএমজি ফ্যাক্টরি ম্যাপিং ইন বাংলাদেশ’ (ডিআরএফএম-বি) শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অহেতুক ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো হরতাল, অবরোধ ও নাশকতা করে এবং মানুষ খুন করে লাভ হয় না। তিনি বলেন, ‘আশা করি, স্বাভাবিক অবস্থার মধ্যে দেশ চলবে। সব রাজনৈতিক দল আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।’ বিজিএমইএ’র ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, সিঅ্যান্ডএ বাংলাদেশের মহাব্যবস্থাপক শান্তনু সিনহা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের (সিইডি) উপদেষ্টা রহিম বি তালুকদার, ডিআরএফএম-বি প্রকল্পের পরিচালক পারভীন সুলতানা হুদা। অনুষ্ঠানে জানানো হয়, ডিআরএফএম-বি প্রকল্পের অধীনে বাংলাদেশের সব পোশাক কারখানার সমন্বয়ে একটি ডিজিটাল মানচিত্র করা হবে। সেটিকে গুগল ম্যাপে সংযুক্ত করা হবে। এ ছাড়া প্রতিটি কারখানার বিস্তারিত তথ্য কারখানার ভৌগোলিক অবস্থান, শ্রমিক সংখ্যা, কোন ধরনের পণ্য তৈরি হয়, কারখানা ভবনের ধরন, নিকটবর্তী হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন, ট্রেড ইউনিয়ন আছে কি নেই ইত্যাদি তথ্য থাকবে। এ প্রকল্পটির মেয়াদ চার বছর।

এটি সিঅ্যান্ডএ ফাউন্ডেশনের অর্থায়নে ও বিজিএমইএ’র সহায়তায় বাস্তবায়ন করবে সিইডি। এটি বাস্তবায়ন হলে পোশাকশিল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থায়িত্ব বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর