রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চকবাজারে যুবক খুনের নেপথ্য ক্লাব মাদক

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারের একটি ক্লাব ও মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনজুর হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, তার বিরুদ্ধে চকবাজার থানায় তিনটি এবং লালবাগ থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে, ২০১২ সালের একটি হত্যা মামলার প্রধান আসামি ছিল মনজুর। শুক্রবার রাতে ইসলাবাগের বেড়িবাঁধ বাগানবাড়ী এলাকায় মনজুরকে গুলি করে হত্যা করা হয়। গতকাল নিহতের ভাই গুলজার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, মনজুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এ ছাড়া সেখানের একটি ক্লাব নিয়ে অপর পক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে তাকে হত্যা করা হতে পারে। গতকাল তার লাশ ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ কর্তৃপক্ষ পরিবারের কাছে বুঝিয়ে দেয়। নিহতের পরিবার বলছে, জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের জিয়ানগরে দাফন করা হয়েছে। চকবাজার থানা পরিদর্শক (তদন্ত) মুরাদুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মনজুরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মনজুর এলাকায় খারাপ লোক ছিল। যারা তাকে হত্যা করেছে তারাও খারাপ লোক। মূলত ওই এলাকার একটি ক্লাব ও মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর