মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক সহকর্মীর হাতে লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. আনিসুর রহমান সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদের হাতে লাঞ্ছিত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরিচালকের কক্ষে এ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।   জানা গেছে, জাতীয় শোক দিবস পালনে একটি কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কমিটিতে সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদকে না রাখায় তিনি ক্ষিপ্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, এর প্রতিবাদে পরিচালকের কক্ষে ঢুকে তিনি উচ্চৈঃস্বরে কথা বলতে থাকেন। তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমাকে বাদ দিয়ে কোন সাহসে কমিটি করেছেন? আমাকে বাদ দিয়ে কীভাবে অনুষ্ঠান করেন দেখে নেব।’ এ সময় তিনি হাতে থাকা কাগজের তালিকা মুঠো পাকিয়ে পরিচালকের মুখে ছুড়ে মারেন। ঘটনার সময় কর্মকর্তাদের মধ্যে প্রকৌশলী শেখ মুক্তার হোসেন উপস্থিত ছিলেন। জানা গেছে, পরিচালক এ সময় আলাউদ্দিন আল আজাদকে শান্ত হতে বললে তিনি আরও ক্ষিপ্ত হয়ে কাচের টেবিল চাপড়াতে থাকেন। পরবর্তীতে অফিস সহকারীরা তাকে বাইরে নিয়ে যান। ঘটনার জের ধরে, প্রতিষ্ঠানের ক্যাশিয়ার কাম অ্যাকাউনটেন্ট তায়েজ উদ্দিন এবং স্টোর অ্যাটেনডেন্ট কাজী নুরুল ইসলামের নেতৃত্বে কিছু কর্মচারী পরিচালকের কক্ষের সামনে হট্টগোল সৃষ্টি করেন। প্রতিষ্ঠান সূত্রে বলা হচ্ছে, এ বছরের ২৭ ফেব্রুয়ারি ডা. আলাউদ্দিন আল আজাদকে স্বাস্থ্য মন্ত্রণালয় বদলি করে বাগেরহাট ম্যাটসে পাঠায়। এরপর তিন কর্মদিবসের মধ্যে জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে তাকে রিলিজ দিয়ে দেয় মন্ত্রণালয়। এর এক সপ্তাহ পরে তিনি বদলি আদেশ বাতিলের জন্য প্রশাসনিক ট্রাইব্যুনালে রিট করেন। তখন ট্রাইব্যুনাল বদলি স্থগিত করে সচিব এবং মহাপরিচালককে বদলির বিষয়ে কারণ দর্শানোর নোটিস দেয়। সে অনুযায়ী ট্রাইব্যুনালে তথ্য জমা দেওয়ার পর নতুন আর কোনো সিদ্ধান্ত আসেনি। সূত্র জানায়, ওই সময় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ছিলেন ডা. কার্তিক চন্দ্র দাস। জুনে পরিচালক পরিবর্তন হলে আসেন ডা. আনিসুর রহমান। এদিকে প্রতিষ্ঠান থেকে রিলিজ হয়ে যাওয়ায় তার ব্যাপারে নির্দেশনা চেয়ে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক বরাবর চিঠি পাঠিয়েছেন বর্তমান পরিচালক। কিন্তু কোনো নির্দেশনা না আসায় ডা. আলাউদ্দিন আল আজাদকে প্রাতিষ্ঠানিক কাজে লাগাতে পারা যাচ্ছে না। সে কারণেই তার নাম অনুষ্ঠান কমিটির তালিকায় রাখা হয়নি।  এদিকে লাঞ্ছিত করার ব্যাপারে ডা. আনিসুর রহমান বলেন, ‘আমার সঙ্গে এ ধরনের আচরণ কোনো সহকর্মীর কাছ থেকে আশা করিনি। আমি এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেব।’

সর্বশেষ খবর