মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশয় সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

একজন কর্মকর্তাকে একাধিক প্রকল্পের পরিচালক নিয়োগ করায় উন্নয়ন প্রকল্পের কাজ গতিহীন হয়ে পড়ছে। কোথাও কোথাও উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি কোনো কোনো প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে থাকলেও অর্ধেক কাজ বাকি রয়ে গেছে। তারপরও বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষে প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ হবে বলে দাবি করা হলেও কমিটি এ বিষয়ে সংশয় প্রকাশ করে প্রকল্প বাস্তবায়নে নজরদারি বাড়ানোর সুপারিশ করে। একই সঙ্গে প্রতি প্রকল্পের জন্য একজন পরিচালক নিয়োগ করে উন্নয়ন কাজ এগিয়ে নিতে সব মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনার সুপারিশ করে কমিটি। দেশের কোন স্থানে কী কী উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, প্রকল্পগুলোর কী অবস্থা—তা পর্যালোচনা করে সংসদীয় কমিটি এ সিদ্ধান্তে উপনীত হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, কমিটি সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীরউত্তম), মো. আবদুল হাই, সামশুল হক চৌধুরী ও বেগম নিলুফার জাফর উল্লাহ বৈঠকে অংশ নেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে পরিকল্পনা কমিশনের সদস্য ও অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব শামসুল আলম পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেশে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেন। এ ছাড়া এসডিজি বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা তুলে ধরেন। কমিটি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রণালয়কে এক ব্যক্তিকে একাধিক প্রকল্প পরিচালক পদে নিয়োগ না দেওয়ার জন্য সব মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে নির্দেশনা জারির সুপারিশ করে।

সর্বশেষ খবর