মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সাবেক এমপি আবদুল ওহাবের বিরুদ্ধে মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ঝিনাইদহ-১ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওহাবের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে হাই কোর্টের জারি করা রুল ও মামলার কার্যক্রমের স্থগিতাদেশ বাতিল করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ রায়  দেয়। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আবদুল ওহাবের পক্ষে ছিলেন আবদুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার আমিনুল হক। খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, এই মামলায় হাই কোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগে বাতিল হয়ে  গেছে। ফলে নিম্ন আদালতে এ মামলা চলতে কোনো বাধা নেই।

জানা গেছে, ২০০৮ সালের ১৩ এপ্রিল আবদুল ওহাবের বিরুদ্ধে ৪৫ লাখ ৯৭ হাজার ৮১০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত এবং ৮৯ লাখ ৯২ হাজার ৬৭৭ টাকার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ঝিনাইদহ সদর থানায় দুদক এ মামলা করে। ২০০৯ সালের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলা বাতিল চেয়ে হাই কোর্টে ওহাব আবেদন করলে প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ মামলায় স্থগিতাদেশ দেয়।

সর্বশেষ খবর