বুধবার, ২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক

ডিজিটাল নিরাপত্তায় সরকারের সঙ্গে কাজ করবে এটকো

প্রতিদিন ডেস্ক

টিভি পেশাজীবী ও ডিজিটাল নিরাপত্তার বিষয়ে টিভি চ্যানেল মালিকদের সংগঠন এটকো সরকারের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের এটকোর প্রেসিডেন্ট সালমান এফ রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক এ কথা জানান। খবর বাসস। এটকোর প্রেসিডেন্ট বলেন, ‘ডিজিটাল জগতে নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে সোমবার সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) ও এটকোর বৈঠকে ঐকমত্য হয়। সবাই মিলে এ খাতে সরকারের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তথ্যমন্ত্রী এ সময় বলেন, ডিজিটাল নিরাপত্তা রক্ষায় এটকো, নোয়াব ও সরকার— ত্রিপক্ষীয় যোগাযোগের ভিত্তিতে কাজ করবে।

এটকোর প্রেসিডেন্ট সালমান এফ রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক, ভাইস প্রেসিডেন্ট আরিফ হাসানসহ বেসরকারি টিভি মালিক কর্তৃপক্ষের মধ্যে এ কে আজাদ, শেখ কবির হোসেন, আবদুস সামাদ, ফারজানা মুন্নী, হুমায়ূন কবির বাবলু, বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মোশাররফ হোসেন, যুগ্ম সচিব (টিভি) মো. মহিবুল হোসাইন প্রমুখ বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর