বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সরকার শিশু নির্যাতন বন্ধে ব্যবস্থা নিয়েছে : চুমকি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে আবাসিক বৃত্তিমূলক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বিকালে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী  মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি থেকে উপজেলার দুপ্তারা ইউনিয়নে কালীবাড়িতে এ প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগে ১২-১৩ বছরের মেয়েদের বিয়ে হতো, এখন হয় না। আগের চেয়ে আমরা খবর বেশি পাই। যার কারণে ব্যবস্থা নিতে সহজ হয়েছে। নিজেদের সন্তানদের ব্যাপারে অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকতে হবে।  বর্তমান সরকার শিশু নির্যাতন বন্ধে সব রকমের ব্যবস্থা নিয়েছে। তাই শিশু শ্রম ও নির্যাতন কমে এসেছে। শিশু নির্যাতন শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, ট্রেনিং সেন্টার নির্মাণ শীর্ষক প্রকল্প পরিচালক  আবুল কাশেম, নারায়ণগঞ্জ জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াছমিন, ডা. সায়মা আফরোজ ইভা ও আড়াইহাজার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা প্রমুখ।

পরে মন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজালাল মিয়া। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার নারী  ও শিশু নির্যাতন বন্ধে  কাজ করছে। বাল্যবিবাহ কমে আসছে। তিনি  সবাইকে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর