বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রাবিতে অনাস্থা বিভাগীয় সভাপতির বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসিমা জামানের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে বিভাগের ১৩ শিক্ষকের মধ্যে ১১ জন। গতকাল দুপুরে বিভাগের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আব্দুস সোবহানের সঙ্গে দেখা করে বিভাগের সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগপত্রে এই অনাস্থা জ্ঞাপন করেন। ভিসির কাছে লিখিত অনাস্থা জ্ঞাপনপত্র থেকে জানা যায়, ‘বিভাগের সভাপতির বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অচল অবস্থার সৃষ্টি হয়েছে দাবি করে ৭টি অভিযোগ এনে তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন শিক্ষকরা।

অভিযোগের ব্যাপারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর নাসিমা জামান বলেন, ‘আমি সব সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স ও প্রশাসনের কর্তাব্যক্তিরা যেভাবে কাজ করতে বলেছে, সেভাবেই করেছি। আইনের কোনোরকম ব্যত্যয় হয়নি।

সর্বশেষ খবর