রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
থানার পাশেই ইয়াবা ব্যবসা

প্রতিবাদী যুবককে হত্যার চেষ্টা

বিশেষ প্রতিনিধি

রাজধানীর আদাবর থানার অদূরে শ্যামলী হাউজিংসহ কয়েকটি স্পটে প্রকাশ্যেই ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করেন মাদক ব্যবসায়ীরা। এতে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম স্বপন (২৫) নামে এক যুবক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হত্যার উদ্দেশ্যে ওই যুবকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে চাপাতি ও হকিস্টিক দিয়ে আঘাত করা হয়। প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল ঘুরে বর্তমানে তিনি শ্যামলীর সেন্ট্রাল হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় ভুগছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার শ্যামলী হাউজিংয়ে প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছিলেন মশিউর রহমান মশু ও তার সাঙ্গোপাঙ্গরা। এলাকার কয়েকজন যুবক এতে বাধা দেওয়ায় মশুরা সরে যান। পরে তারা সশস্ত্র অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফের শ্যামলী হাউজিংয়ে যান। আট-নয়টি মোটরসাইকেলে ১৬-১৭ জন সন্ত্রাসী পিস্তল, চাপাতি, লাঠিসোঁটা, হকিস্টিক, লোহার রড নিয়ে সুসজ্জিত হয়ে সেখানকার ফাইভ স্টার ইলেকট্রনিক্স নামের দোকানে যান। ওই দোকানে বসে থাকা স্বপনকে বহু মানুষের সামনে টেনে হিঁচড়ে বের করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। স্বপন নিস্তেজ হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ জানায়, এ ঘটনায় মশু ওরফে গরু মশু, সুমন ওরফে ওয়ান পিস সুমন, রাকিব ওরফে বিবিসি রাকিব, শফিক, জুয়েল, মিরাজ, রাকিবসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এরা এলাকায় চিহ্নিত চাঁদাবাজ ও ইয়াবা ব্যবসায়ী। এ ছাড়া আদাবর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় নিয়মিত ছিনতাই করে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন জানান, আসামিদের অতীত রেকর্ড ভালো নয়। তারা চিহ্নিত সন্ত্রাসী। এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও সম্ভাব্য স্থানে অভিযান চলছে।

সর্বশেষ খবর