রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে নেতৃত্ব বিষয়ক কর্মশালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটির (ডিইউআরসি) আয়োজনে ‘কার্যকর যোগাযোগ এবং নেতৃত্বের উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি মহিনুর রহমান দুর্জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকলিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ন কবির, ক্লাবের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন এবং জহিরুল হক। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আকতারুজ্জামান বলেন, মানুষের মধ্যে যদি মানবিক গুণসমূহ না থাকে তাহলে তার পক্ষে প্রকৃত মানুষ হিসেবে কখনো গড়ে ওঠা সম্ভব নয়। প্রত্যেকের মাঝে যদি সঠিক মূল্যবোধ থাকে তাহলে সে সঠিক অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং পরিপূর্ণ মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ হিসেবে বেড়ে উঠতে বাধ্য।  আর ১৮-৩০ বছর  বয়স হচ্ছে একজন ব্যক্তির জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এ সময়ে ব্যক্তি যেরূপ কর্ম করবে পরবর্তী জীবনে তাকে সেই কর্মের  ফল ভোগ করতে হবে।

সর্বশেষ খবর