রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে ছাত্রলীগের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৮জন আহত হয়েছে। হাজি মোহাম্মদ মহসিন কলেজে সংঘটিত এ সংঘর্ষের সময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বেলা ১টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হচ্ছেন, গণিত বিভাগের সম্মান চতুর্থবর্ষের ছাত্র মায়মুন উদ্দিন মামুন, স্নাতক (পাস) কোর্সের শেষবর্ষের আনোয়ার হোসেন পলাশ, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয়বর্ষের জিসান, প্রাণীবিদ্যা বিভাগের প্রথমবর্ষের নূর উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রথমবর্ষের মনিরুল ইসলাম, ইংরেজি প্রথমবর্ষের ছিদ্দিক সোহান, দ্বাদশ শ্রেণির মোহাম্মদ আরমান এবং অর্থনীতি প্রথমবর্ষের হানিফ সুমন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনু ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, বেলা ১টায় চন্দনপুরা এলাকার ছাত্রলীগ নেতা নামধারী জনৈক রউফের অনুসারীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। মহসিন কলেজ ছাত্রলীগের কয়েক নেতা-কর্মীর সঙ্গে এ সময় তাদের বাদানুবাদ হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা দেড়টায় পুলিশ গিয়ে ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর