রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র থেকে ৪০০ ভয়ঙ্কর অপরাধী বহিষ্কার

প্রতিদিন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা ইন্টারপোলের নোটিস পাওয়ার পর চলতি অর্থবছরে (গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে জুলাই পর্যন্ত মোট ৪০০ অপরাধীকে গ্রেফতারের পর নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন দফতর। এর মধ্যে গুরুতর অপরাধী এক বাংলাদেশিও ছিলেন। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) জানায়, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে আরও ১২৮ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে গুরুতর অপরাধী ছাড়াও শুধু ইমিগ্রেশনের আইন লঙ্ঘনের অপরাধে বহিষ্কারের সংখ্যাই বেশি। অর্থাৎ এরা দালালকে মোটা অঙ্কের অর্থ দিয়ে বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো সীমান্তের দুর্গম পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় গ্রেফতার হয়েছিলেন। এনআরবি নিউজ। আইসের তথ্যানুযায়ী, ২০০৯ সাল অর্থাৎ প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব গ্রহণের সময় থেকে এযাবৎ গুরুতর অপরাধীকে বহিষ্কারের সংখ্যা হচ্ছে ১ হাজার ৭০০। আইস ও এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন্সের (ইআরও) নির্বাহী সহযোগী পরিচালক ম্যাখিউ আলবেন্স এ প্রসঙ্গে বলেছেন, ‘আমেরিকানদের নিরাপত্তার স্বার্থে আইস সদা সজাগ রয়েছে। ভয়ঙ্কর শ্রেণির অপরাধীদের ধরে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার এ অভিযান কখনই থামবে না।’

সর্বশেষ খবর