সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ট্যাপি গ্যাস সঞ্চালন লাইনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ তুর্কিমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ইন্ডিয়ার গ্যাস সঞ্চালন বা ট্যাপি লাইনে অংশ নিতে আগ্রহী। আর এটি দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ট্যাপির জন্য সুনির্দিষ্ট টাইমলাইন পেলে গ্যাস মাস্টার প্ল্যানে একে সংযুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল বাংলাদেশে নিযুক্ত তুর্কিমেনিস্তানের নন রেসিডেন্ট রাষ্ট্রদূত পারাখাত দুর্দোয়েভ প্রতিমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নসরুল হামিদ তাকে ট্যাপির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান। তুর্কিমেনিস্তানের রাষ্ট্রদূত বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, পেট্রো প্রোডাক্ট সংক্রান্ত বিষয় নিয়ে দুদেশের আরও কাজ করার সুযোগ আছে। পাইপ লাইনের মাধ্যমে তুর্কিমেনিস্তানের গ্যাস চীন হয়ে হংকং যাচ্ছে। সিএনজিও আফগানিস্তান, ইরান ও চীনে দেওয়া হচ্ছে। এর কাজও এগিয়ে চলছে। সাক্ষাৎকালে পারাখাত দুর্দোয়েভ আগামী ২৮-২৯ নভেম্বর তুর্কিমেনিস্তানের রাজধানী আসগাবাদে এনার্জি চার্টার-এর ২৮ তম সম্মেলনে অংশ নিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে আমন্ত্রনপত্র দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর