সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বর্তমান সরকারের অধীনে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়

—নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারের অধীনে দেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে কেমন নির্বাচন হয় তা ২০১৪ সালের ৫ জানুয়ারি দেখেছি। আমরা দেখেছি ১৫৩ জন এমপিকে বিনা ভোটে নির্বাচিত হতে। সুতরাং বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘নির্দলীয় সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর