সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কাপাসিয়ায় প্রভাষককে লাঞ্ছিত করলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের শিক্ষক ও সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, কাপাসিয়া কলেজের শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে শনিবার কলেজ কর্তৃপক্ষ এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে তারা সিদ্ধান্তে উপনীত হয়, যেন কলেজ ক্যাম্পাসের ভিতর ক্লাস চলাকালীন কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে। এ ছাড়া ক্লাস চলাকালীন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডও চালানো যাবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। ছাত্রলীগ ও ছাত্রদল নেতাদের এ সিদ্ধান্ত মানার জন্য অনুরোধ জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে কলেজের বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলামকে দীপ্ত রক্ষিত নামের এক ছাত্রলীগ নেতা লাঞ্ছিত করেন। এতে ওই প্রভাষক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালামের কাছে অভিযোগ জানান।

এ বিষয়ে কলেজের অন্য শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন। পরে ছাত্রলীগ নেতা দীপ্তকে কলেজের অফিস কক্ষে ডেকে আনা হলে তিনি শিক্ষকদের সামনে উদ্ধত আচরণ করতে থাকেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালামকেও লাঞ্ছিত করেন ছাত্রলীগ নেতা দীপ্ত। পরে উপস্থিত শিক্ষক ও ছাত্রছাত্রীরা এ ঘটনার বিচার চান বলে বিক্ষোভ করতে থাকেন। এতে কলেজ ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দীপ্তকে চড়-থাপ্পড় দিয়ে কলেজ থেকে নিয়ে যান কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজীব ঘোষ।

কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালাম বলেন, দীপ্ত রক্ষিত কাপাসিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। সে এমনিতেই বেয়াদব। প্রায় সময় কলেজে এসে বেয়াদবি করে সে। আবদুস সালাম বলেন, ‘কলেজের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশের জন্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে জরুরি বৈঠক করি। বৈঠকে সিদ্ধান্ত হয়, কলেজে ক্লাস চলাকালে বহিরাগতরা প্রবেশ করতে পারবে না এবং ছাত্ররাজনীতি শৃঙ্খলার সঙ্গে করতে হবে।’

কাপাসিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি রাজীব ঘোষ বলেন, ‘আমি ঘটনাটি শুনে দ্রুত কলেজে গিয়ে দীপ্তকে শাসন করে শিক্ষকদের কাছে তাকে ক্ষমা চাওয়াই এবং তাকে নিয়ে আসি।’

এদিকে ছাত্রলীগ নেতা দীপ্তর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর