সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দেশের রপ্তানি হারে বিশ্বমন্দা প্রভাব ফেলবে না : তোফায়েল

ভোলা প্রতিনিধি

ভোলা ও পটুয়াখালী জেলার মধ্যে সড়কপথে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে স্বপ্নের সেতু ‘বাঘমারা’ ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের রপ্তানি হারে বিশ্বমন্দা কোনো প্রভাব ফেলবে না। কারণ দেশে রপ্তানির প্রবৃদ্ধি বেড়েছে। তাই আগামীতে যে কোনো সময়ের চেয়ে রপ্তানি হার বৃদ্ধি পাবে।

গতকাল দুপুরে উৎসবমুখর পরিবেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন এ ব্রিজের উদ্বোধন করেন। বাণিজ্যমন্ত্রী এ সময় আরও বলেন, যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তারা হাওয়া ভবন থেকে প্রধানমন্ত্রীকেও হত্যার চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করা হচ্ছে।  এ সময় মন্ত্রী আগামী নির্বাচনে ভোলার চারটি আসনে অওয়ামী লীগ বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, এলজিইডির অর্থায়নে ৪৪০ মিটার দৈর্ঘ্যের এবং ৮.৪ মিটার প্রস্থের ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ৪২ কোটি ১১ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর