সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

গণমাধ্যমে অপতথ্য দেওয়া উচিত নয় : ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, গণমাধ্যমের ভুল তথ্য ও অপতথ্যের মাধ্যমে অনেক ক্ষেত্রেই মানুষ বিভ্রান্ত হচ্ছে। নির্দিষ্ট এজেন্ডা নিয়ে গণমাধ্যমে অপতথ্য দেওয়া উচিত নয়। অপতথ্য দিয়ে প্রধান শিরোনাম করা হলে একই ধরনের ট্রিটমেন্ট দিয়ে প্রতিবাদ ছাপানো উচিত। তা না করে ভিতরের পাতায় ছোট করে প্রতিবাদ ছাপানো হয়। এটা কোনো সাংবাদিকতার নীতি নয়। গতকাল অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সম্পাদক বজলুর রহমান স্মারক বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বজলুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। প্রয়াত সাংবাদিক বজলুর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর