মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জবির ভর্তি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর আবেদন শুরু আজ

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। চলবে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর সি ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ), ১৬ সেপ্টেম্বর ই ইউনিট (নাট্যকলা, সংগীত, চারুকলা বিভাগ), ২২ সেপ্টেম্বর বি ইউনিট (কলা ও আইন অনুষদ), ১৩ অক্টোবর এ ইউনিট (বিজ্ঞান ও লাইফ আর্থ অনুষদ) এবং ২০ অক্টোবর ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবার পাঁচটি ইউনিটের দুই হাজার ৭৬৫ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা এ, বি, সি এবং ই ইউনিটের ভর্তি আবেদন ফি বিকাশ, শিওর ক্যাশ এবং রকেটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। সব ইউনিটের পরীক্ষা বিকাল ৩টা থেকে শুরু। ভর্তিসংক্রান্ত যাবতীয় বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর