মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দোহারে বৃদ্ধাকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক

ঢাকার দোহারের বৃদ্ধা আয়েশা বেগম (৭০) কে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারিক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রাজন খাঁ, শাহানাজ বেগম, সুমন বয়াতি ও ফজল ওরফে ফয়জল। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন। পরে আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠনো হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় দোহার থানার সুতারপাড়া গ্রাম থেকে আয়েশা বেগম নিখোঁজ হন। পরদিন রক্তাক্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে আবদুল কুদ্দুস বাদী হয়ে দোহার থানায় মামলা করেন। পরে ঘটনা তদন্ত করে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, বৃদ্ধ আয়েশা বেগমের টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর