মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পৈতৃক ভিটায় প্রমথ চৌধুরীর জন্মদিন পালন

পাবনা প্রতিনিধি

পাবনার পৈতৃক ভিটায় প্রথমবারের মতো পালিত হলো বীরবল খ্যাত লেখক প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর ১৪৯তম জন্মবার্ষিকী। গতকাল সকাল ১০টায় বিংশ শতাব্দীর অন্যতম লেখক, বাংলা ভাষায় চলিত গদ্য রীতির প্রবর্তক সাহিত্যিক প্রমথ চৌধুরীর এ জন্মোত্সব পালন করা হয়। পাবনার চাটমোহরের হরিপুরে প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটায় প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন। বক্তব্য রাখেন হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোজাম্মেল হক রওশন, প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সিনিয়র সহসভাপতি শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মমিন সরকার, হরিপুর দুর্গাদাস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মহিউদ্দিন মিয়া, হরিপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান প্রমুখ।

 প্রদ্যুৎ কুমার চৌধুরী, মোখলেছুর রহমান, বাবুল আকতার, আবদুল মজিদ প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর