শিরোনাম
মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সিলেটে যাত্রী আছে, ফ্লাইট নেই

সরাসরি জেদ্দা গেলেন ৪১৮ জন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

যাত্রীর অভাবে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করা হচ্ছে বাংলাদেশ বিমানের। কিন্তু এর উল্টো চিত্র সিলেটে। যাত্রী থাকা সত্ত্বেও বিমানের সরাসরি পর্যাপ্ত ফ্লাইট না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হজ গমনেচ্ছুদের। গতকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইট চালুর পর বিমানের চেয়ারম্যান জানিয়েছেন, সিলেট থেকে আরও তিনটি ফ্লাইট যাবে জেদ্দায়। তবে হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা সরাসরি ফ্লাইট আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট শাখা সূত্রে জানা গেছে, সিলেট থেকে এ বছর প্রায় ৫ হাজার যাত্রী হজে যাচ্ছেন। এর মধ্যে প্রায় আড়াই হাজার সিলেট থেকে বিমানের সরাসরি ফ্লাইটে জেদ্দায় যেতে আগ্রহী। বাকিরা ভিন্ন এয়ারলাইনসের টিকিট কিনে হজে যাচ্ছেন। সিলেটের প্রায় অর্ধেক যাত্রী বিমানের সরাসরি ফ্লাইটে যেতে ইচ্ছুক হলেও বিমানের পক্ষ থেকে সরাসরি ফ্লাইট দেওয়া হয়েছে মাত্র চারটি। গতকাল সন্ধ্যা ৬টায় ৪১৮ জন যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইট সিলেট থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। সরাসরি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান এয়ার মার্শাল মো. এনামুল বারী জানান, সিলেট থেকে মোট চারটি ফ্লাইট হজযাত্রী নিয়ে জেদ্দায় যাবে। উদ্বোধনী ফ্লাইট ছাড়া ২০, ২৩ ও ২৫ আগস্ট আরও তিনটি ফ্লাইট সিলেট থেকে জেদ্দায় যাবে বলে জানান তিনি। হজসংশ্লিষ্ট সংগঠন আটাব ও হাব কর্মকর্তারা সিলেটে পর্যাপ্ত যাত্রী রয়েছে দাবি করলেও যাত্রী সংকটের কারণ দেখিয়ে ফ্লাইট বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দেন বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। বিমানের পক্ষ থেকে সরাসরি চারটি ফ্লাইটের কথা বলা হলেও ২০ আগস্ট কোনো যাত্রী বিমানে যাবে না বলে জানিয়েছেন আটাব সিলেটের সভাপতি আবদুল জব্বার জলিল। তিনি জানান, সিলেটের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিমানের সরাসরি পাঁচটি ফ্লাইটের দাবি জানানো হয়েছিল।

বিমান চারটি ফ্লাইট দিতে সম্মত হয়েছে। কিন্তু ২০ আগস্ট বিমান কর্তৃপক্ষ যে ফ্লাইট দিয়েছে তাতে কোনো যাত্রী যেতে আগ্রহী নয়। কারণ ওই ফ্লাইটে যেসব যাত্রী যাবেন তারা মদিনায় আট দিনের কম সময় অবস্থান করতে পারবেন। যা হজযাত্রীরা মানবেন না। তিনি ২২, ২৩, ২৪ ও ২৫ আগস্ট আরও চারটি ফ্লাইটের দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর