মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে আংশিক চন্দ্রগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আংশিক চন্দ্রগহণ দেখা গেছে। আকাশ মেঘমুক্ত থাকায় আংশিক চন্দ্রগ্রহণের দেখা মিলেছে। ঢাকায় ৯টা ৪৮  মিনিটের দিকে চন্দ্রগ্রহণ শুরু হয়। এ সময় একই রেখায় এসে দাঁড়ায় পৃথিবী, চাঁদ আর সূর্য। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, চন্দ্র গ্রহণের কেন্দ্র ভারত মহাসাগরের কোকো দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে। বাংলাদেশের বেশ কিছু জায়গাতে চন্দ্রগ্রহণের এ দৃশ্য দেখা গেছে। ঢাকায় রাত ১২টা ২০ মিনিটের দিকে আংশিক চন্দ্রগ্রহণ ঘটে। চন্দ্রগ্রহণ ৯টা ৪৮ মিনিটে শুরু হয়ে রাত ২ টা ৫২ মিনিটে শেষ হয়। এছাড়া, ময়মনসিংহ বিভাগেও একই সময়ে দেখা গেছে। চট্টগ্রাম বিভাগে দেখা গেছে রাত ১২টা ১৬ মিনিটের দিকে। সিলেট বিভাগে রাত ১২টা ১৪ মিনিটের দিকে, খুলনা বিভাগে রাত ১২টা ২৪ মিনিটের দিকে, বরিশালে রাত ১২টা ২০ মিনিটের দিকে, রাজশাহীতে রাত ১২টা ২১ মিনিটের দিকে, রংপুর বিভাগে রাত ১২টা ২৫ মিনিটের দিকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেছে। বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর