মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চারু শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হলো বার্ষিক চিত্র প্রদর্শনী। অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের আয়োজনের এ প্রদর্শনীতে ৬০ জন শিক্ষার্থীর ৭২টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল বিকালে এ প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অংকন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক ড. ফরিদা জামান ও অধ্যাপক জামাল আহমেদ। এ ছাড়া বিচারকমণ্ডলীর পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক শিশির ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী শিল্পীদের নিরীক্ষাধর্মী কাজের মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থী শিল্পীদের  পুরস্কার প্রদান করা হয়। প্রদর্শনীর উদ্বোধনকালে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভালো শিল্পী হওয়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সেখানেই শিক্ষার্থীর সার্থকতা।

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনীর গ্যালারি। ১৩ আগস্ট শেষ হবে সাত দিনের এই প্রদর্শনী।

জাতীয় জাদুঘরের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী : গতকাল ৭ আগস্ট ছিল জাতীয় জাদুঘরের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। একক বক্তৃতা ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে জাতীয় জাদুঘর। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একক বক্তৃতা করেন জাদুঘরের প্রথম মহাপরিচালক ড. এনামুল হক। জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী হাশেম খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সরকারি কর্মকর্তা বা আমলা নয়, জাতীয় জাদুঘর পরিচালনার দায়িত্বে জাদুঘর বিশেষজ্ঞ প্রয়োজন। প্রতিষ্ঠানটির প্রশাসনিক কাঠামো আমূল পরিবর্তন করে এর জনবল সংকট নিরসন করে গবেষণা ও প্রকাশনা খাতকে আরও বেশি সক্রিয় করে তুলতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর