মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘বস্তিবাসীকে সমাজের বাইরে রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক

বস্তিবাসীরা সব রকম নাগরিক, সামাজিক সুবিধা থেকে বঞ্চিত। তারা অত্যন্ত নিম্নমানের জীবন যাপন করছে। এমনকি বস্তিবাসী শিশুরা প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে। এই বস্তিবাসীদের সমাজের বাইরে রেখে বাংলাদেশ তার উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্য কখনোই অর্জন করতে পারবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। ‘পিপলস ডেভেলপমেন্ট জাস্টিস রিপোর্ট’ শীর্ষক গবেষণা পত্রের উন্মোচন উপলক্ষে আইন ও শালিস কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক শীপা হাফিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্ল্যানিং কমিশনের জেনারেল ইকোনমিক বিভাগের সিনিয়র সচিব অধ্যাপক শামসুল আলম। এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অধ্যাপক আখতার হুসাইনসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর