মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষকদের জন্য গবেষণা ওয়ার্কশপ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের জন্য গবেষণায় দক্ষতা বাড়াতে সামাজিক বিজ্ঞান অনুষদে আরও বেশি ওয়ার্কশপ ও সেমিনার আয়োজনের কথা জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দিনব্যাপী গবেষণা বিষয়ক ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, তরুণ শিক্ষকদের এখনই সময় গবেষণা বিষয়ে আগ্রহ তৈরি করা ও দ্রুত উচ্চশিক্ষা গ্রহণে উদ্যোগ নেওয়া।

শফিউল আলম ভূঁইয়া আরও বলেন, ডিনের দায়িত্ব নেওয়ার পর তার গুরুত্বপূর্ণ একটি অগ্রাধিকার ছিল তরুণ শিক্ষকদের জন্য গবেষণা বিষয়ে ওয়ার্কশপ আয়োজনের। সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষক এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। ওয়ার্কশপটির বিভিন্ন সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর