মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সামরিক বাহিনী স্টাফ কলেজের সমস্যা দ্রুত সমাধানের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের জনবলের স্বল্পতা, ছাত্র-অফিসারদের বাসস্থান সমস্যা দ্রুত সমাধানের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে উপস্থাপিত বিদ্যমান আবাসিক ভবনসমূহের সংস্কার, অফিসার, জেসিও এবং ৪র্থ শ্রেণির কর্মচারীদের বাসস্থান সমস্যার সমাধানে নেওয়া স্বল্প, মধ্য ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে কমিটি। পাশাপাশি বিদেশি অফিসারদের জন্য মানসম্মত আবাসিক ভবন ও মেসের স্বল্পতা কাটাতে নতুন ভবন নির্মাণ এবং যানবাহন সমস্যা সমাধানের সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। কমিটির সদস্য মো. মাহবুবুর রহমান এবং মাহমুদ উস সামাদ চৌধুরী অংশগ্রহণ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌ-বাহিনী প্রধান এডমিরাল মুহাম্মদ নিজামউদ্দিন আহমদ ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে কমিটির সদস্যরা সিএমএইচ-এর চিকিৎসাসেবার পরিসীমা বৃদ্ধির সুপারিশ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর