বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডিএফপির কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়েছে।

এ উপলক্ষে ৯ থেকে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। বেলা ৪টা থেকে ৫টা পর্যন্ত ডিএফপির মাল্টিপারপাস হলে এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রকাশিত সচিত্র বাংলাদেশ, সচিত্র কিশোর মাসিক পত্রিকা নবারুণ ও বাংলাদেশ কোয়ার্টারলির কয়েক বছরের আগস্ট সংখ্যা নিয়ে ডিএফপি প্রাঙ্গণে প্রদর্শনী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। এ ছাড়া, বঙ্গবন্ধুর জীবন কর্মের ওপর ডিএফপি নির্মিত প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্রের ডিজিটাল প্রদর্শনী সপ্তাহব্যাপী চলবে। তথ্যসচিব মরতুজা আহমদ আজ ডিএফপিতে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর