বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পার্ক উন্নয়নে এলাকার চেহারা বদলে যাবে

———— সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, পার্ক উন্নয়ন কাজ সম্পাদিত হলে এলাকার চেহারা বদলে যাবে। শিশুদের খেলাধুলার পাশাপাশি এসব পার্কে নারী ও মুরব্বিরা প্রাতঃভ্রমণের সুযোগ পাবে। আর পার্ক স্থাপন কাজের মধ্য দিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের দ্বার উন্মুক্ত হলো। গতকাল ২৬ নম্বর ওয়ার্ডের বকশীবাজার এলাকায় খেলার মাঠ ও পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব বলেন তিনি। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, পাশের ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সেখানে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে শহীদ আবদুল আলীম খেলার মাঠ এবং রসুলবাগে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে শিশুপার্ক করা হচ্ছে।

 শহীদ আবদুল আলীম খেলার মাঠে ফুটবল খেলার প্যাভিলিয়ন, ক্রিকেট খেলার নেট প্র্যাকটিস স্পেস, সকাল-সন্ধ্যা হাঁটার জন্য ২৫০ মি. ওয়াকওয়ে, বসার জন্য পাবলিক প্লাজা, শিশুদের খেলার জন্য পৃথক ব্যবস্থা, লাইব্রেরি, ঈদের নামাজ পড়ার ব্যবস্থা, জিমনেসিয়াম ও টয়লেট সুবিধা থাকবে। রসুলবাগ শিশুপার্কে থাকবে শিশুদের জন্য দোলনা, স্লিপার, প্যাভিলিয়ন, সকাল-সন্ধ্যা হাঁটার জন্য ১৫০ মি. ওয়াকওয়ে, বসার জন্য পাবলিক স্পেসসহ রিফ্রেসমেন্টের ব্যবস্থা, মসজিদ সংলগ্ন স্থানে টয়লেট ও অজুর ব্যবস্থা।

সর্বশেষ খবর