বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ঢাবি শিক্ষক সাহাদাতকে পুনর্বহালের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাহাদাত হোসেনকে বরখাস্তের সিদ্ধান্ত অবৈধ  ঘোষণা করে তাকে বিভাগে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ বিষয়ে জারি করা রুলের শুনানি নিয়ে গতকাল বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায়  দেয়। আদালতে রিট আবেদনকারী ওই শিক্ষকের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক ও তাহসিনা তাসনিম মৃদু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন। গত বছরের জুলাইয়ে সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রী অধ্যাপক সাহাদাতের বিরুদ্ধে যৌন    হয়রানির অভিযোগ করেন।

এরপর গত ৬ মার্চ তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ওই বরখাস্ত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন সাহাদাত হোসেন। প্রাথমিক শুনানির পর ৭ জুন আদালত রুল জারি করে। রায়ের পর তাহসিনা সাংবাদিকদের বলেন, সাহাদাত হোসেনকে বরখাস্ত করার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে কোনো কারণ দর্শানোর নোটিস দেয়নি। আইন অনুযায়ী এই বরখাস্ত হয়নি।

সর্বশেষ খবর