বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আইন সচিব পদে জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে হাই কোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গতকাল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আগামীকালের মধ্যে জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ওইদিন রুলের ওপর শুনানির দিন ধার্য হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। জহিরুল হকের অবসরোত্তর ছুটি বাতিল করে ৬ আগস্ট তাকে আইন সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। সোমবার তিনি ওই পদে যোগ দেন।

তার ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সকালে হাই কোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফ-উজ জামান।

সর্বশেষ খবর