বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
সিরাজগঞ্জে সংস্কারকাজে গাফিলতি

সেতুমন্ত্রীর নির্দেশে প্রকৌশলীকে প্রত্যাহার

সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রতিনিধি

সিরাজগঞ্জের সড়ক-মহাসড়ক সংস্কারে দায়িত্বে অবহেলা ও অনিয়মের জন্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে প্রত্যাহার করা হয়েছে। সেতুমন্ত্রী গতকাল সিরাজগঞ্জ সফর করার সময় এ নির্দেশ দেন। পরে তিনি টাঙ্গাইলে মহাসড়ক পরিদর্শন করেন। সিরাজগঞ্জে সেতুমন্ত্রীর নির্দেশে রাজশাহী বিভাগীয় জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রওশন আলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকেও শোকজ করা হয়েছে। এ ছাড়া মন্ত্রী আগামী ১০ দিনের মধ্যে সিরাজগঞ্জের মহাসড়ক সংস্কারের নির্দেশ দিয়েছেন। অন্যথায় কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দুপুরে সিরাজগঞ্জের নলকা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকার মহাসড়ক পরিদর্শন শেষে এসব নির্দেশ দেন। এ সময় মন্ত্রী বলেন, ‘সিরাজগঞ্জে মহাসড়ক সংস্কারের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এ টাকায় ঠিকমতো কাজ হয়নি। যে কারণে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

পরে ওবায়দুল কাদের টাঙ্গাইল-ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চার লেনের কাজ পরিদর্শন করেন। এর একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও নির্দেশনা মোতাবেক সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়াসহ ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। মালিক পক্ষসহ সবার আন্তরিক সহযোগিতায় ওয়েজ বোর্ডের কাজ দ্রুত শেষ হবে।

সড়কপথগুলোর অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘এ বছর বর্ষা মৌসুমে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে সড়ক-মহাসড়কগুলো খারাপ হয়ে গেছে। ঈদে সড়ক যোগাযোগব্যবস্থা সহনীয় পর্যায়ে রাখতে ৭ থেকে ১০ দিনের মধ্যে সড়ক বিভাগের অধীন সব সড়ক-মহাসড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করার নির্দেশনা দেওয়া হয়েছে। তা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর