শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ভেঙ্কাইয়া নাইডু

কলকাতা প্রতিনিধি

ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মুপ্পাভারাপু ভেঙ্কাইয়া নাইডু (৬৮)। গতকাল রাষ্ট্রপতি ভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। চিরাচরিত সাদা জামা ও সাদা লুঙ্গি পরেই শপথ নেন নাইডু। উপরাষ্ট্রপতি পদে হামিদ আনসারির স্থলাভিষিক্ত হলেন ভেঙ্কাইয়া। গতকালই উপরাষ্ট্রপতি হিসেবে আনসারির কার্যকালের মেয়াদ শেষ হয়। ১৯৪৯ সালের ১ জুলাই অন্ধ্র প্রদেশের নেলেস্নারে জন্মগ্রহণ করেন ভেঙ্কাইয়া নাইডু। অন্ধ্র প্রদেশ থেকে তিনিই হলেন দ্বিতীয় ব্যক্তি যিনি উপরাষ্ট্রপতি পদে বসলেন। অন্ধ্র প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ডিপ্লোমেটিক স্টাডিসে স্নাতক করার পর আইনের স্নাতক হন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার আগে সমাজসেবার কাজেও যুক্ত ছিলেন নাইডু।

সর্বশেষ খবর