শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চাঁদা না দেওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের আগৈলঝাড়ায় চাঁদা না দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে ছাত্রলীগের সাবেক এক নেতা। অভিযোগ, গৈলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা পলাশ গাজী তার দাবিকৃত চাঁদা না দেওয়া পর্যন্ত সংস্কার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্ট ঠিকাদার সূত্র জানায়, উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হল সংস্কারের কার্যাদেশ পান ঠিকাদার আবুল মিয়ার সায়হাম এন্টারপ্রাইজ। জুলাই মাসের শেষ দিকে ঠিকাদার কাজ শুরু করার দুই দিন পর স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা পলাশ গাজী ওই ঠিকাদারের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়া পর্যন্ত কাজ না করার হুমকির প্রেক্ষিতে ঠিকাদার কাজ ফেলে লাপাত্তা হয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের পানি ও বিদ্যুৎ লাইন সংস্কারের কাজ পাওয়া ঠিকাদার ফয়সাল ভয়ে কাজই শুরু করেননি। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ঠিকাদার তাকে জানিয়েছেন স্থানীয় কতিপয় লোকজন চাঁদা চাওয়ার কারণে কাজ বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ খবর