শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকুনগুনিয়া টেস্ট চলছে

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে মাত্র ৮০০ টাকায় চিকুনগুনিয়া রোগের টেস্ট করা হচ্ছে। এ হাসপাতালে গত এক সপ্তাহে জ্বরে আক্রান্ত ৮০ জন রোগীকে মেডিকেল টেস্ট করে ২০ জনকে চিকুনগুনিয়া রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসক ডা. এম এ মালেক বলেন, চিকুনগুনিয়া ভাইরাসের প্রসার ঘটে এলাকাভিত্তিক। এ ভাইরাসটি এইডস এবলোফ মশার কামড়ে ছড়ায়। এই মশা যদি চিকুনগুনিয়ায় আক্রান্ত কোনো রোগীকে কামড় দিয়ে অন্য কাউকে কামড়ায়— তাহলেই তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হবেন। ডা. মালেক আরও উল্লেখ করেন, কিন্তু জ্বর হলেই চিকুনগুনিয়া হবে, এমন নয়। তাই এ ক্ষেত্রে রোগীর উচিত হবে, প্রথমেই মেডিকেল টেস্ট করা। এভাবে রোগ নির্ণয় করে যথাযথ চিকিৎসা নিতে হবে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর