রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ইসলামী জীবনেই রয়েছে সুশাসন ও ন্যায় বিচার

নিজস্ব প্রতিবেদক

ইসলামী সমাজ ব্যবস্থা বাস্তবায়ন হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবীর। তিনি বলেন, মানুষের সার্বভৌমত্বের অধীনে মানব রচিত আইন দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালিত হওয়ার কারণে বিশ্বের মানুষ ধ্বংসের মুখোমুখি। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইসলামী সমাজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আবু জাফর মুহাম্মাদ ইকবাল, মুহাম্মাদ ইয়াছিন ও মুহাম্মাদ ইউসুফ আলী প্রমুখ।

সৈয়দ হুমায়ুন কবীর আরও বলেন, ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষের মৌলিক অধিকারসহ সব অধিকার নিশ্চিত হবে। দুনিয়ার জীবনে দুর্ভোগ ও অশান্তি দূর হয়ে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আখিরাতে মহাক্ষতি থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভের প্রত্যাশী সব মানুষের কল্যাণ ও মুক্তির পথে চলা সহজ হবে।

 

সর্বশেষ খবর