রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রূপসী বাংলার কবির কবিতা নিয়ে আবৃত্তির আসর

সাংস্কৃতিক প্রতিবেদক

রূপসী বাংলার কবির কবিতা নিয়ে আবৃত্তির আসর

আবৃত্তির সংগঠন ‘কল্পরূপ’ এর আয়োজনে জীবনানন্দ দাশের কবিতা নিয়ে অনুষ্ঠিত হলো ‘প্রেম ও নির্জনতার মতো’ শীর্ষক আবৃত্তির অনুষ্ঠান। শ্রাবণের বর্ষণমুখর সন্ধ্যায় গতকাল পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই কবিতার আসর। জীবনানন্দের ১৯টি কবিতা দিয়ে সাজানো হয় মনোমুগ্ধকর এ পরিবেশনা। আসরে আবৃত্তি করেন নাজমুল আহসান তরুণ, মনিরুজ্জামান রাতুল, কাজী অয়ন, নিলুফার ইয়াসমিন হ্যাপী, জিয়াউদ্দিন সাগর, অনিমেষ রাইয়ান, উম্মে হানী শৈলী, কাজী কোয়েল প্রমুখ।  রূপসী বাংলার কবির ‘কবি’, ‘কুড়ি বছর পরে’, ‘দুজন’, ‘সহজ’, ‘লোকেন বোসের জার্নাল’ ইত্যাদি কবিতাগুলোসহ এই আয়োজনে বাচিকশিল্পীরা জীবনানন্দ দাশের ১৯টি কবিতা আবৃত্তি করেন।

সর্বশেষ খবর