রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

খুলনায় ২২ কোটি টাকার কোকেন উদ্ধার, আটক ৬

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় প্রায় সোয়া দুই কেজি কোকেনসহ মাদক চোরাচালানে জড়িত ছয়জনকে আটক করেছে র্যাব। খুলনা মহানগরী ও দাকোপ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা কোকেনের আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি টাকা। এসব কোকেন খুলনার দাকোপ এলাকায় চোরাচালানের সময় লুট হওয়া মাদকের অংশ বলে জানা গেছে। গতকাল সকালে খুলনা র্যাব কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আটককৃতদের বাড়ি খুলনা মহানগরী, ডুমুরিয়া ও দাকোপ এলাকায়। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বেশ কিছু তথ্য দিয়েছে। প্রায় দেড় বছর আগে খুলনার দাকোপ এলাকায় চোরাচালানের কয়েকশ কোটি টাকার কোকেন লুট হয়। সেখান থেকে এই কোকেন সংগ্রহ করে তারা নিজেদের কাছে রাখে বলে জানিয়েছে। কিন্তু ক্রেতা না পাওয়ায় এতদিন তা বিক্রি করতে পারেনি। র্যাব-৬ এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, চোরাচালানকারীদের এ বক্তব্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত বলে জানা গেছে। তাদের আটকের পর বিস্তারিত জানা যাবে। এদিকে খুলনায় ফেনসিডিল ও ইয়াবার পর ভয়ঙ্কর মাদক কোকেন চোরাচালানের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। মাদক চোরাচালান রোধে বাড়তি সতর্কতার কথা জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

                                                                                               

সর্বশেষ খবর