রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চলচ্চিত্রকারদের দ্বন্দ্বের অবসান

নিজস্ব প্রতিবেদক

যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালার অনিয়মসহ নানা বিষয়ে চলচ্চিত্রকারদের মধ্যকার বিরোধের অবসান হয়েছে। গত রাতে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি কাজী ফিরোজ রশীদের আহ্বানে চলচ্চিত্রে বিবদমান পক্ষগুলো সমঝোতায় উপনীত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলচ্চিত্রকারদের মধ্যে বিরোধের অবসান ঘটেছে। আগামী ১৫ আগস্ট এফডিসিতে চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও চলচ্চিত্র পরিবার যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিরোধ অবসানের বিস্তারিত ঘোষণা দেবে।  যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের অনিয়মসহ নানা কারণে গত রমজানের ঈদের আগে চলচ্চিত্রকাররা দ্বিধাবিভক্ত হয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

 চলচ্চিত্র প্রদর্শক সমিতি, চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের মধ্যে এ দ্বন্দ্ব সংঘাত দেখা দেয়। এক পক্ষ অন্য পক্ষকে বয়কট, হামলা-মামলার মতো ঘটনা ঘটে। এতে চলচ্চিত্র অঙ্গনে চরম অস্থিরতা দেখা দেয়। এ অস্থিরতা অবসানে শেষ পর্যন্ত এগিয়ে আসেন অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ। গত রাতে তার বাসভবনে অনুষ্ঠিত সমঝোতা সভায় সব পক্ষই উপস্থিত ছিল।

সর্বশেষ খবর