সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
রোসাটম স্কুল

রাশিয়ায় আন্তর্জাতিক ক্যাম্পে বাংলাদেশি ১৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ায় ভ্লাদিভোসটক ওশেন চিলড্রেন সেন্টারে গত ৬ আগস্ট ‘রোসাটম স্কুল’ শীর্ষক এক আন্তর্জাতিক শিশু ক্যাম্পে বাংলাদেশের ১৫ শিক্ষার্থী অংশ নিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা  রোসাটমসহ আরেকটি সংস্থার উদ্যোগে ২০ দিনের ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বাংলাদেশসহ ৮টি দেশের ১২৬টি শিশু অংশগ্রহণ করে।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের ক্যাম্পে অংশগ্রহণ করে শিশুরা বিভিন্ন ওয়ার্কশপ ও কর্মদক্ষতামূলক বিষয় শিখতে পারে যেগুলো শিশুদের স্কুলে শেখানো হয় না। ভ্লাদিভোসটকে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জুবকো শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ উদ্যোগ, ক্যাম্পে অংশগ্রহণকারী বাংলাদেশি শিশুদের উজ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

সর্বশেষ খবর