বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নিউইয়র্কে কবি শহীদ কাদরীর জন্মদিন পালন

প্রতিদিন ডেস্ক

নিউইয়র্কে কবি শহীদ কাদরীর ৭৫তম জন্মদিন সোমবার পালন করল প্রবাসের কবি-সাহিত্যিক-সাংবাদিক-কণ্ঠশিল্পী-অভিনয়শিল্পী আর সুধীজনরা।  উল্লেখ্য, ৩২ বছরের অধিক সময় যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনেই গত বছর ২৮ আগস্ট ইন্তেকাল করেন এই কবি। ১৯৪২ সালের ১৪ আগস্ট ভারতের কলকাতায় পার্ক সার্কাস এলাকায় জন্মগ্রহণকারী এই কবি ২০১১ সালে একুশে পদক এবং ১৯৭৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পদক লাভ করেন। খবর এনআরবি নিউজের। সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ‘তোমায় নতুন করে পাব বলে’ শিরোনামে এই অনুষ্ঠান হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে। জোটের নেত্রী লুত্ফুন্নাহার লতার স্বাগত বক্তব্যের পর জোটের আহ্বায়ক মিথুন আহমেদ শহীদ কাদরীর একটি লেখা পাঠ করেন এবং এর মধ্য দিয়েই শুরু হয় জন্মদিনের অনুষ্ঠান। অতিথিদের মধ্যে ছিলেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর, অভিনেতা জামালউদ্দিন হোসেন, নাজমুন্নেসা পিয়ারি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর