বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধু বিশেষ কোনো দলের সম্পদ নয় : বাবলা

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো বিশেষ রাজনৈতিক দলের সম্পদ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, বঙ্গবন্ধু সমগ্র দুনিয়ার নিপীড়িত-নির্যাতিত মানুষের লড়াই সংগ্রামের অনুপ্রেরণা। বাঙালি জাতির জনক, ১৬ কোটি মানুষের মহানায়ক। কোনো দল যদি তাকে নিজেদের সম্পত্তি মনে করে  ব্রাকেটবন্ধী করে রাখতে চায় তাহলে তা হবে দুঃখজনক। গতকাল রাজধানীর দোলাইরপাড়ে তেজগাঁও উন্নয়ন সার্কেল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সার্কেল অফিসার শাহনাজ সুলতানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার শামীম মুশফিক।

, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈনুল ইসলাম, শ্যামপুর থানা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, কৃষি কর্মকর্তা এবিএম ওয়াহিদুর রহমান ও সাংবাদিক সুজন দে। বাবলা বলেন, ’৭৫-সালের ১৫ আগস্ট গুটিকয়েক কুলাঙ্গার বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ভেবেছিল বাংলাদেশের মানুষের মন থেকে বঙ্গবন্ধুকে চিরতরে মুছে ফেলা যাবে। কিন্তু তারা যে মস্তবড় ভুল করেছিল তা আজ প্রমাণিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর