বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
প্রবাসী মোসলেহ হত্যা

সন্দেহের তীর স্ত্রী শ্যালকের দিকে

নিজস্ব প্রতিবেদক

আমেরিকা প্রবাসী নোয়াখালীর চাটখিলের পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেহ উদ্দিন হত্যাকাণ্ডের ১২ দিন পার হলেও ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে করেনি পুলিশ। উল্টো মামলা নিতে গড়িমসির অভিযোগ উঠেছে। আর এ ঘটনার প্রধান সন্দেহভাজন আসামিকে ধরেও মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহতের মেয়ে তানিয়া আক্তার পুতুল। লিখিত বক্তব্যে তিনি বলেন, ৩ আগস্ট তার বাবা সত্মা বীথির সঙ্গে নিজ বাসায় ঘুমিয়েছিলেন। পরদিন সকালে বাসার পাশ থেকে মোসলেহ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বড় চাচা বাদী হয়ে বীথি বেগম, শাওন ও তার বন্ধু হিরুকে সন্দেহ করে মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরের বানানো একটি কথিত মামলা দায়ের করা হয়। ঘটনার প্রধান সন্দেহভাজন নিহতের শ্যালক শাওনকে পুলিশ আটক করলেও পরে মোটা অংকের টাকার বিনিমিয়ে ছেড়ে দেয়। আবুল খায়েরের সঙ্গে বীথির অনৈতিক সম্পর্ক রয়েছে আগে থেকেই।

সর্বশেষ খবর