বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে হামলার মানচিত্র প্রকাশ করেছে উ. কোরিয়া

প্রতিদিন ডেস্ক

গুয়াম দ্বীপে মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা থেকে দৃশ্যত বিরত থাকলেও উত্তর কোরিয়া ভিতরে ভিতরে হামলার সব প্রস্তুতি শেষ করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।  খবর নিউজউইক।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে, কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। কীভাবে তারা গুয়ামে ক্ষেপণাস্ত্র ছুড়বে, কোথা থেকে ছুড়বে। এসব ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। তাতে একটি ব্যাটন বা ক্ষুদ্র লাঠি ধরে আছেন কিম জং উন। তিনি সেটা দিয়ে মানচিত্রের ওপর একটি স্থান নির্দেশ করছেন। তাতে লেখা ‘স্ট্রাটেজিক ফোর্সেস ফায়ারিং স্ট্রাইক প্লান’। উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তা কোন পথে উড়ে যাবে তা দেখানো হয়েছে ওই পরিকল্পনায়। সিউলে কিউঙ্গনাম ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ফার ইস্টার্ন স্টাডিজের সামরিক বিশেষজ্ঞ কিম ডং-ইয়ুব বলেছেন, ক্ষেপণাস্ত্র যেখান থেকে ছোড়া হবে বলে দেখানো হচ্ছে মানচিত্রে সেটা দৃশ্যত সিনপো। এটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের একটি শহর। এখানে রয়েছে তাদের সাবমেরিন বা ডুবোজাহাজের ঘাঁটি।

সর্বশেষ খবর