শিরোনাম
শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পঁচাত্তরের চক্রান্ত আবার শুরু হয়েছে

------- ওমর ফারুক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

যে চক্রান্তের মাধ্যমে পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ড সংঘটিত হয়, তা আবার শুরু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ এই চক্রান্ত রুখে দেবে। গতকাল যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দেশের সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করে ওমর ফারুক দাবি করেন এগুলো এক সূত্রে গাঁথা। সম্প্রতি সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায়, ১৫ আগস্টে আত্মঘাতী জঙ্গি সাইফুলের ঘটনা এবং বেগম জিয়ার লন্ডন সফর একই সূত্রে গাঁথা। ওমর ফারুক চৌধুরী বলেন, ’৭৫-এর ১৫ আগস্টের চক্রান্ত ছিল জাতির পিতাকে সপরিবারে হত্যা করে বাংলাদেশের অস্তিত্ব বিলীন করা। বাংলাদেশকে আরেকটা পাকিস্তান বানানো। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যদি ১৯৮১ সালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশে না আসতেন, তাহলে আজ হয়তো এ দেশই থাকত না।

সর্বশেষ খবর