শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের বিষয়ে নাভিরা লিমিটেডের ব্যাখ্যা

বাংলাদেশ প্রতিদিনে ‘জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট’ শিরোনামে ১৬ আগস্ট প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন নাভিরা লিমিটিড নামের রিক্রুটিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ সাহিদুর রহমান। এতে তিনি দাবি করেছেন, প্রকাশিত সংবাদে তার প্রতিষ্ঠান ও তার নাম উল্লেখ করে যেসব তথ্য তুলে ধরা হয়েছে সেগুলো সঠিক নয়। তার প্রতিষ্ঠান মানব পাচারের সঙ্গে যুক্ত নয়। তা ছাড়া তিনি বা তার প্রতিষ্ঠান কখনই মালয়েশিয়ায় শ্রমিক পাঠায়নি। সৌদি আরব ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও সঠিক নয়। ব্যাখ্যায় তিনি দাবি করেছেন, তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা সরকারের কোনো গোয়েন্দা সংস্থার কাছে কোনো অভিযোগ নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা জনশক্তি রপ্তানি ব্যুরো থেকে তার প্রতিষ্ঠানকে কোনো শোকজ করা হয়নি।

সর্বশেষ খবর