শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নেপথ্যের ষড়যন্ত্রকারী খুঁজতে কমিশন গঠনের চিন্তা : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের চিন্তাভাবনা চলছে। আশা করছি, কমিশন একটা ইতিহাস রেখে যেতে পারবে। বিশেষ করে হত্যাকারীদের নেপথ্যে কারা ছিল, তাদের চিহ্নিত করা যাবে। গতকাল রাজধানীর গণি রোডে নিবন্ধন পরিদফতর মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। আইন মন্ত্রণালয় এর আয়োজন করে।

আনিসুল হক বলেন, কিছু লোক বঙ্গবন্ধুর অবদানকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চাইছে, এ জন্য ষড়যন্ত্র করেছে। কিন্তু কোনোভাবেই বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যাবে না। অতীতে জিয়া, এরশাদ, খালেদা জিয়াসহ আরও অনেকেই এ চেষ্টা করেছেন। কিন্তু বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায়নি।

আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সচিব (লেজিসলেটিভ ও সংসদ) মো. শহীদুল হক, অতিরিক্ত সচিব নাসরিন বেগম, নিবন্ধন পরিদফতরের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নান প্রমুখ।

সর্বশেষ খবর