শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ত্রাণ নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা

---------------------- জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে হাজির হওয়া ইসলামের একটি মহান শিক্ষা বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, দুর্দশাকবলিত অসহায় মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য জমিয়তের ত্রাণ সংগ্রহের কাজ চলছে। দু-তিন দিনের মধ্যে এসব ত্রাণ বন্যাকবলিত বিভিন্ন জেলায় পাঠানো হবে। তিনি বলেন, বন্যায় আক্রান্ত মানুষের সংখ্যা অনুপাতে ত্রাণ কার্যক্রম আশানুরূপ নয়। বিত্তবানদেরও এ মহান কাজে এগিয়ে আসা উচিত। বিপদগ্রস্ত ও সহায়-সম্বলহীন মানুষকে সাহায্য করা রসুলুল্লাহ (সা.)-এর অন্যতম বৈশিষ্ট্য ছিল। তার উম্মত হিসেবে এ আদর্শ থেকে পিছিয়ে থাকতে পারি না।

সর্বশেষ খবর