রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ কাউকে বাণিজ্য সুবিধা দেয়নি

—— তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অন্য দেশকে কোনো ধরনের বাণিজ্য সুবিধা দিচ্ছে না এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমরা দেশীয় শিল্পে সুরক্ষা দিয়ে বাণিজ্য করছি। এ নীতির ফলে দেশের সিমেন্ট, রড, পেপার, টিনসহ অনেক পণ্য সক্ষমতা অর্জন করেছে।’ গতকাল রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘বাংলাদেশ ইন রিজিওনাল ট্রেড অ্যান্ড কানেকটিভিটি : এ পলিটিকো-ইকোনমিক অ্যাসেসমেন্ট’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এর আয়োজন করে। মন্ত্রী বলেন, ‘ডব্লিউটিওর সিদ্ধান্ত মোতাবেক ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ভারতসহ বিভিন্ন উন্নত দেশের দেওয়া বাণিজ্য সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যে এগিয়ে যাচ্ছে। বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। সে কারণে সরকার চট্টগ্রাম, মোংলা বন্দরের পাশাপাশি পানগাঁও আইসিটি ও পায়রা সমুদ্রবন্দর চালু করেছে। রাস্তাঘাট সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল (বিবিআইএন) এবং বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মিয়ানমার (বিসিআইএম) কানেকটিভিটি বাস্তবায়নেও সরকার কাজ করে যাচ্ছে।’

আয়োজক সংগঠন সিজিএসের প্রেসিডেন্ট প্রফেসর ড. এম আতাউর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ এম শহিদুল ইসলাম। বক্তব্য দেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, এফবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট মীর নাসির হোসেন, এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট আসিফ ইব্রাহীম, অ্যাম্বাসাডর আশফাকুর রহমান, বিআইআইএসএসের প্রেসিডেন্ট অ্যাম্বাসাডর মুন্সী ফয়েজ আহমেদ।

সর্বশেষ খবর