শিরোনাম
রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ত্রাণের নামে মন্ত্রীরা পিকনিক করছেন : নোমান

নিজস্ব প্রতিবেদক

ত্রাণ দিতে গিয়ে মন্ত্রীদের বিরুদ্ধে ‘ভোজন-বিলাসের’ অভিযোগ এনেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ত্রাণ দেওয়ার নামে মন্ত্রীরা আনন্দ-ভ্রমণ করছেন। পিকনিক করছেন। আর ‘রুই মাছের বড় বড় মাথা’ ভক্ষণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বৃহত্তর রংপুরে দলের ত্রাণ কার্যক্রম সরকার বন্ধ করে দিয়েছে। গতকাল বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল নোমান এ অভিযোগ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ কুড়িগ্রাম যাবেন। এজন্য গতকাল  থেকেই আমাদের সব রিলিফ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো কার্যক্রম বৃহত্তর রংপুর-দিনাজপুরে করতে দেওয়া হচ্ছে না। এজন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং ঘৃণা প্রকাশ করছি।  নোমান আরও বলেন, সারা দেশে টেলিভিশনে ও বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি, হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে, হাজার হাজার একর জমি তলিয়ে গেছে, কোথাও সেসব এলাকায় কোনো নৌকা-সাম্পান দিয়েও রিলিফ দেওয়া আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয়নি।

সর্বশেষ খবর